সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৫১ মার্কিনির ওপর ইরানের নিষেধাজ্ঞা

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রয়টার্স

গত বছরও ইরান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেশ কয়েকজন  জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে একই রকম নিষেধাজ্ঞা জারি করেছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জেনারেল কাসেম  সোলাইমানি এবং তার সঙ্গীদের হত্যায় যুক্তরাষ্ট্র সরকারের হয়ে সন্ত্রাসী অপরাধে যুক্ত থাকার দায়ে ৫১ জন মার্কিন নাগরিককে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইরানে এদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিল্লিও রয়েছেন।

সর্বশেষ খবর