মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সু চির আরও চার বছরের কারাদণ্ড

সু চির আরও চার বছরের কারাদণ্ড

লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখাসহ একাধিক অভিযোগের মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদন্ড হয়েছে। জান্তা শাসিত মিয়ানমারের একটি আদালত গতকাল সু চিকে এই দন্ড দেয়। এরমধ্যে শুধু ওয়াকিটকি অবৈধভাবে রেখে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চিকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। সিগন্যাল জ্যামারের একটি সেট রাখার জন্য সু চিকে এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। উভয় দন্ড একসঙ্গে চলবে। গত বছরের পয়লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের দিনই সু চির বাসায় অভিযান চালানো হয়। তখন তার বাসা থেকে এসব যন্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল সেনাবাহিনী।

সর্বশেষ খবর