বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সিংহাসনে রানীর ৭০ বছর

চার দিনের ছুটিতে যাচ্ছে ব্রিটেন

চার দিনের ছুটিতে যাচ্ছে ব্রিটেন

ব্রিটেনের প্রথম রাজা/রানী হিসেবে প্লাটিনামজয়ন্তী উদযাপন করতে যাচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এই জয়ন্তী স্বামীকে ছাড়াই উদযাপন করবেন রানী। গত বছর এপ্রিলে রানীর স্বামী ফিলিপ মারা যান। বয়সের কারণে রানীকে বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তাই উদযাপন কর্মসূচির বেশিরভাগ ইভেন্টেই রাজপরিবারের অন্য সদস্যদের দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৫৩ সালের ২ জুন আনুষ্ঠানিকভাবে ক্ষমতারোহণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। প্লাটিনামজয়ন্তীর আগে রজতজয়ন্তী, সুবর্ণ জয়ন্তী ও হীরকজয়ন্তী বেশ ধুমধাম করে উদযাপন করা হয়েছিল। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ২-৫ জুনব্যাপী ৪ দিনের ছুটিতে যাচ্ছে ব্রিটেন। উদযাপন অনুষ্ঠানে থাকছে বৃহৎ পরিসরে ন্যাশনাল পুডিং কম্পিটিশন। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন। রানীর সিংহাসনে ৭০ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম পুডিং প্রতিযোগিতা ছাড়াও কনসার্টসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর