বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চাঁদের বাড়ি’র রহস্যভেদ!

চাঁদের বাড়ি’র রহস্যভেদ!

চাঁদের মাটিতে চৌকো কুঁড়েঘরের মতো কিছু একটা চোখে পড়েছিল চীনা রোভারের। চাঞ্চল্য ছড়িয়েছিল সে সময়ই। প্রাণহীন উপগ্রহে কে আবার বাসা বাঁধল! এবার সেই রহস্য ভেদ করল চীনের রোভারই। মাসখানেক আগে ওই ছবি নিয়ে হইচইয়ের সময় অনেকে বলেছিলেন, হয়তো ওটা এলিয়েনদের বাড়ি। রোভার থেকে ওই অজানা চৌকো বস্তুটা এত দূরে ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। তবে স্পেস ডট কমের সাংবাদিক অ্যান্ড্রু জোনসের দাবিই সত্যি বলে প্রমাণিত হল। তাঁর মনে হয়েছিল, ওটা বড় পাথুর। দূর থেকে ঘরের মতো দেখাচ্ছে। চীনা রোভার ইয়ুতু-২ জানাল, এটাই বাস্তব ঘটনা। ভিনগ্রহীদের ঘর-টর কিছু নেই। চীনা রোভারটি ভন কারম্যান জ্বালামুখের কাছ দিয়ে যাওয়ার সময় ওই অজানা বস্তুটির ছবি তুলেছিল। এই ভন কারম্যান জ্বালামুখ অবস্থিত চাঁদের অন্ধকারময় অংশের কাছাকাছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর