শিরোনাম
বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আফগানিস্তানের জন্য বৃহৎ তহবিল জাতিসংঘের

২০ বছর মার্কিন দখলদারির পর আফগানিস্তানের ক্ষমতায় ফের তালেবান। কিন্তু ক্ষমতার মধ্যে সুখ খুঁজে পাচ্ছে না। গৃহযুদ্ধের জেরে বিপর্যস্ত অর্থনীতি। সব ক্ষেত্রেই দেখা দিয়েছে সংকট। বেশি সমস্যায় সাধারণ মানুষ। খাদ্য সংকটে হাহাকার অবস্থা। অপুষ্টিতে ভুগছে বহু শিশু। এ অবস্থায় অসহায় আফগানদের জন্য ৪.৪ বিলিয়ন ডলারের ত্রাণ সংগ্রহে বড় তহবিল গড়েছে জাতিসংঘ। ত্রাণ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে দেশগুলোকে।

এ প্রসঙ্গে জাতিসংঘের মানবতাবিষয়ক সমন্বয় দফতরের প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘এর আগে কখনো একটি দেশের জন্য এত বড় তহবিল তৈরি হয়নি। এই প্রথম মানবিকতার স্বার্থে এ তহবিল তৈরি করে সেখানে আবেদন জানানো হচ্ছে।’ আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশির অবস্থাই শোচনীয়। খাদ্য সংকটের পাশাপাশি কড়া ঠান্ডার মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। দেশের মধ্য ও উত্তর দিকের বেশির ভাগ এলাকা পুরু বরফের চাদরে ঢাকা পড়ে গেছে। এ অবস্থায় ঘর গরম করার মতো কোনো জিনিস কেনার সামর্থ্য নেই বেশির ভাগ আফগানের।

সর্বশেষ খবর