বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অ্যাবি আহমেদকে কড়া বার্তা বাইডেনের

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তেজনা কমানো নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধান। এ সময় বাইডেন দ্বন্দ্ব কমাতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে  কড়া বার্তা দেন। ইথিওপিয়ায় টিগ্রে পিপলস লিবারেশন ফোর্সের সঙ্গে সেনাবাহিনীর তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। ২০২০ সালের নভেম্বর থেকে চলা এই সংঘাতের বলি হয়েছেন কয়েক হাজার মানুষ, লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বাইডেন ও অ্যাবির মধ্যে কথা হয়েছে। বাইডেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি উদ্বিগ্ন। কারণ, ইথিওপিয়ার বিমানবাহিনী টিগ্রেতে যে বিমান হামলা করছে, তাতে প্রচুর সাধারণ মানুষ মারা যাচ্ছেন।

সর্বশেষ খবর