শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ইউক্রেন সমস্যা

যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে ইউরোপ

গত তিন দশকের মধ্যে এখনই ইউরোপে যুদ্ধের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিবিগনিভ রাউ। বৃহস্পতিবার ৫৭ দেশের জোট অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) নিরাপত্তা ফোরামে তিনি এ মন্তব্য করেন। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের মতবিরোধ এবং আলোচনায় অচলাবস্থা এই ঝুঁকির সৃষ্টি করেছে বলেও রাউ ইঙ্গিত দিয়েছেন।

এদিকে রাশিয়া বলছে, আলোচনা ‘অচলাবস্থায় পৌঁছালেও’ এখনি কূটনৈতিক সমাধানের চেষ্টা ছেড়ে দিচ্ছে না তারা। তবে উত্তেজনা প্রশমিত না হলে বিকল্প পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে সামরিক বিশ্লেষকরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। হোয়াইট হাউস বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সম্ভাবনা এখনো প্রকট; এ আগ্রাসনকে ন্যায্যতা দিতে অজুহাত দাঁড় করানোরও চেষ্টা করতে পারে তারা। ‘যুদ্ধের দামামা আরও জোরালো হচ্ছে। কথার লড়াই তীব্র হচ্ছে,’ ভিয়েনায় রাশিয়ার সঙ্গে আলোচনার পর বলেছেন ওএসসিই-তে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার।  হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেছেন, ‘ইউক্রেনে সামরিক আগ্রাসনের সম্ভাবনা প্রবল। রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে নেটোতে অন্তর্ভুক্ত করা হবে না এমন প্রতিশ্রুতি চাইছে; পূর্ব ইউরোপ থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে পিছু হটতেও বলছে তারা। যুক্তরাষ্ট্র মস্কোর এসব দাবিকে পাত্তা দিতে নারাজ।

সর্বশেষ খবর