মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এবার চাঁদও বানাল চীন

এবার চাঁদও বানাল চীন

দিন কয়েক আগে কৃত্রিম সূর্য বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। তার রেশ না কাটতেই এবার কৃত্রিম চাঁদ দেখাল দেশটি। চীন এখন মহাকাশ গবেষণার শীর্ষে অবস্থান করছে। ২০২২ সালের প্রথমেও সেই রেশ দেখাল। তারা এমন একটি কৃত্রিম চাঁদ বানিয়েছে যেখানকার রকমসকম পুরো চাঁদের মতোই। চাঁদের মতোই মধ্যাকর্ষণ শক্তি কম। নতুন নতুন প্রযুক্তি পরীক্ষা করতে এবং ভবিষ্যতের মিশনের জন্য দারুণভাবে কাজে আসবে এ উদ্যোগ। দেশটির পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশের শহর জুঝৌতে তৈরি হয়েছে বিশ্বের প্রথম কৃত্রিম চাঁদ। সম্পূর্ণ ভরশূন্য অবস্থার সৃষ্টি করা হয়েছে সেখানে। আবার যতক্ষণ খুশি কম মধ্যাকর্ষণ শক্তির অবস্থা তৈরি করা যাবে এখানে। ফলে মহাকাশচারীদের অনুশীলন করতে ভরশূন্য প্লেনে চাপার প্রয়োজন নেই। চাঁদের পিঠে কোনো রোভার পাঠানোর আগে এখানেই ব্যবহারিক পরীক্ষা করে নেওয়া যাবে। চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির লি রুইলিন এ কৃত্রিম চাঁদ বানানোর কাজের প্রধান নেতা। তিনি জানান, ড্রপ টাওয়ার কিংবা এয়ারক্রাফটের মধ্যে কম মধ্যাকর্ষণ অবস্থার সৃষ্টি করা যায়, তবে তা খুব কম সময়ের জন্য। এ ফেসিলিটিতে যতক্ষণ খুশি তা করা যাবে। কৃত্রিম এ চাঁদ কিন্তু আকারে খুব ছোট। এর ব্যাসার্ধ মাত্র দুই ফুট। এর পৃষ্ঠভাগ নির্মিত হয়েছে পাথর এবং ধুলো দিয়ে। প্রসঙ্গত, এটা জেনে রাখা ভালো, চাঁদের মাটিতে কিন্তু সম্পূর্ণ ভরশূন্য অবস্থা হয় না। পৃথিবীর অভিকর্ষজ বলের ছয় ভাগের এক ভাগ থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর