মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তুষারঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

তুষারঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র

ভয়ংকর হিমেল ঝড়ের সঙ্গে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় ২০ স্টেটের ৫ কোটিরও অধিক মানুষ। ওমিক্রনে তটস্থ মানুষ ১৫ ইঞ্চিরও অধিক তুষারপাতে আটকা পড়েছে। এই তুষারঝড়ের নাম ‘ইজি’। এর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া এবং কেন্টাকি স্টেট। এসব এলাকার ২ লাখের অধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে গতকাল সকালে রাজ্যগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বেশ কটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তুষারপাতের সময় গাড়ি দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে নর্থ ক্যারোলিনায়। তুষার ঝড়ের কারণে রবিবার থেকে ৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ খবর