মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

১৭ দিনেই চারটি মিসাইল নিক্ষেপ

ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। ১৭ দিনের মধ্যে চার-চারটি! এর মাঝে নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে থোরাই কেয়ার কিম প্রশাসনের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মত, মিসাইল ডিফেন্সে ঠিক কতটা এগিয়েছে উত্তর কোরিয়া, তারই পরীক্ষা-নিরীক্ষা চলছে। গতকাল সকালে পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নির্দেশ দিয়েছেন, উত্তর কোরিয়ার ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সম্পর্কে চুলচেরা তথ্যের দিকে নজর রাখতে।

জাপানি উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, সমুদ্রে তাদের টহলদারির সময়ে ভেসেলে কিছু একটা এসে পড়ে। তবে ভেসেলের কোনো ক্ষতি হয়নি। তাদের অনুমান, উত্তর কোরিয়ার ছোড়া মিসাইলের টুকরো এসে পড়েছে সমুদ্রে।

সর্বশেষ খবর