সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পুতিনের প্রশংসা করে চাকরি খোয়ালেন জার্মান নৌবাহিনী প্রধান

ইউক্রেন সংকটে চলমান উত্তেজনার মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জার্মানির নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল কে-আচিম শোয়েনবাখ।

ভাইস অ্যাডমিরাল কে-আচিম শোয়েনবাখ গত শুক্রবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে একটি চিন্তন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে ‘বিতর্কিত’ ওই মন্তব্য করেছিলেন। কে-আচিম শোয়েনবাখ বলেছিলেন, রাশিয়া যে ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়, এটি নির্বোধ কথাবার্তার মতোই ধারণা। একই সঙ্গে তিনি বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভভ্লাদিমির পুতিন সম্মান পাওয়ার যোগ্য এবং কিয়েভ কখনোই মস্কোর কাছ থেকে ক্রিমিয়া ফিরে পাবে না।’ তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।  শোয়েনবাখের পদত্যাগের আগেই প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে তার মন্তব্যের সমালোচনা করে বলেছিল, তার ওই বক্তব্যে জার্মানির অবস্থান প্রতিফলিত হয় না। তিনি এমন সময়ে এই মন্তব্য করেছেন যখন রাশিয়া ইউক্রেইন সীমান্তে ১ লাখ সেনা মোতায়েন করেছে। বিষয়টি নিয়ে পশ্চিমা জোট ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলে আসছে, যে কোনো এক সময় আরেকটি হামলা বা অভিযানের পরিকল্পনায় আছে মস্কোর।

সর্বশেষ খবর