সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নেতাজির জন্মবার্ষিকীতে মোদি সরকারকে খোঁচা মমতার

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত নেতাজির ট্যাবলো বাতিল করে কেন্দ্র। সেই নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েন চলছে। মোদি সরকারের দিকে সরাসরি আঙুল তুলেছেন মমতা। বলেছেন, বাংলার মানুষ এমনকি নেতাজিকে অপমান করেছে মোদি সরকার। এ দিন নেতাজির জন্মজয়ন্তীতেও ফের নাম না করে মোদি সরকারের দিকে আঙুল তুললেন মমতা। বললেন, কেন এত দিন নেতাজির মূর্তি তৈরি হলো না দিল্লিতে। প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে বাদ পড়েছিল বাংলার ট্যাবলো। যার থিম ছিল নেতাজি। এর পর কড়া সমালোচনার মুখে পড়ে মোদি সরকার। তার পরেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, রাজধানীতে ইন্ডিয়া গেটের সামনে বসবে নেতাজির মূর্তি। তবে এই নিয়েই এবার ঠারেঠোরে কেন্দ্রকেই খোঁচা দিলেন মমতা। টেনে আনলেন অমর জ্যোতি নিভিয়ে দেওয়ার প্রসঙ্গও। এদিন বললেন, ‘একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, নেতাজির মূর্তি বসিয়ে সুভাষকে শ্রদ্ধা জানানো যায় না। কেন এত দিন নেতাজির মূর্তি তৈরি হলো না? এখন ওখানে মূর্তি বসিয়েছেন আমাদের চাপেই।’ গতকাল ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সর্বশেষ খবর