মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান প্রেসিডেন্ট আটক

বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান প্রেসিডেন্ট আটক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে বিদ্রোহী সেনারা আটক করেছে। আল-জাজিরা জানায়, বেশ কয়েকটি সেনা ব্যারাকে গোলাগুলির পর সেনারা তাকে আটক করেছে। এর আগে প্রেসিডেন্টের বাসভবনের কাছে শোনা গেছে ভারী গুলির শব্দ। সংঘাতকবলিত এ দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। কেন প্রেসিডেন্ট নয়? তখনই স্পষ্ট হয়, সেখানে আসলেই সামরিক অভ্যুত্থান ঘটে থাকতে পারে। এদিকে দেশটির দুটি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনীতিক গতকাল রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট রোচ কাবোরেকে বিদ্রোহী সেনারা একটি সামরিক শিবিরে আটক করেছে। ২০১৫ সালে অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল সেনাবাহিনী।

সর্বশেষ খবর