বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কাগজহীন হচ্ছে কলকাতা পৌরসভা

বদলে যাচ্ছে কলকাতা পৌরসভা। পুরোটাই হয়ে উঠছে ডিজিটাল। বন্ধ হবে কাগজের ফাইল। অর্থাৎ তার বদলে জায়গা নেবে ই-ফাইল। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার ৪২ কোটি রুপি দিয়েছে কলকাতা পৌর করপোরেশনকে। সেই অর্থ ব্যয়ে পৌরনিগমের নেটওয়ার্কিং সিস্টেম উন্নত করা থেকে শুরু করে আনা হবে আধুনিক কম্পিউটার। তিনি জানান, প্রথমে পৌরসভার কেন্দ্রীয় ভবনে এই পরিকল্পনার বাস্তবায়ন হবে। এবার মেয়র পরিষদ বৈঠকও হবে আধুনিক পদ্ধতিতে। এ জন্য কেনা হচ্ছে ট্যাব। আসছে আরও আধুনিক কম্পিউটার ব্যবস্থা। তবে শুধু পারিষদ নয়, ট্যাব পাবেন কর্মকর্তারাও। আগামী দিনে পৌরসভার যাবতীয় কাজ পেপারলেস করার এটিই প্রথম ধাপ বলে মনে করছেন কর্মকর্তারা। এই বিষয়ে একজন কর্মকর্তা জানান, যত দ্রুত সম্ভব পেপারলেস করে তোলা হবে কলকাতা পৌরনিগমকে। মেয়র পরিষদ বৈঠক দিয়ে সেই কাজ শুরু হচ্ছে।

 

সর্বশেষ খবর