বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার সন্ত্রাসবাদী তালিকায় নাভালনি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে জেলে গেছেন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। এবার দেশটির সন্ত্রাসবাদী ও চরমপন্থি তালিকায় ঠাঁই হলো তাঁর। তবে তিনি একা নন, নিষিদ্ধের তালিকায় নাম জুড়েছে নাভালনি ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির। অভিযোগ, বিরোধীদের লাগাতার কণ্ঠ রোধের চেষ্টা চলছে পুতিন প্রশাসনের। পুতিনের কট্টর বিরোধী নাভালনির দুর্নীতিবিরোধী সংস্থার নাম গত বছরই চরমপন্থি তালিকায় পাঠানো হয়েছে। এমনকি সংস্থাটিকে নিষিদ্ধও করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর