বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্কুলের পাশে ১০০ শিশুর পুরনো কবর

এবার নতুন করে প্রায় ১০০ শিশুর কবর খুঁজে বের করেছে কানাডার একটি আদিবাসী সংগঠন। তারা জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ায় একটি মিশন আবাসিক স্কুলের পাশে এ কবরগুলোর সন্ধান পেয়েছেন। ১৮৯৪ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত আদিবাসী শিশুদের বাধ্যতামূলকভাবে আবাসিক স্কুলে থাকতে হতো। তখনই তাদের হত্যা করা হয়।

এদিকে স্কুলের পাশে শিশুদের কবর খুঁজে পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালের মে মাসে নামবিহীন প্রায় ১ হাজার শিশুর কবর খুঁজে পায় তারা। এরপর থেকে প্রায়ই এসব পুরনো আবাসিক স্কুলগুলোর পাশ থেকে মিলছে শিশুদের কবর বা কঙ্কাল।

সর্বশেষ খবর