শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব : গুতেরেস

আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব : গুতেরেস

প্রায় দুই দশকের মার্কিন শাসনের কফিনে পেরেক পুঁতে আফগানিস্তান দখল করেছে তালেবান। আর মৌলবাদীদের রাজত্বে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিরীহ আফগান নাগরিকদের। নারীদের অবস্থা শোচনীয়। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব।’

বুধবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখেন গুতেরেস। তিনি বলেন, ‘তালেবানের শাসনে ছয় মাস পেরিয়ে যাওয়ার পর কার্যত একটি চরম অবস্থায় পড়েছে আফগানিস্তান। নিরাপত্তা ও মানবিকতার খাতিরে এই মুহূর্তে আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আফগানিস্তানে উন্নয়নের দিকে মনোনিবেশ করুক আন্তর্জাতিক মঞ্চ ও পরিষদ। এখনই তেমন পদক্ষেপ না করলে দেশটিতে পরিস্থিতি আরও খারাপ হবে। সাধারণ মানুষ চাইছে। তাদের একা ছেড়ে দিতে পারে না বিশ্ব।’ প্রায় দুই দশকের গৃহযুদ্ধের জেরে বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি। চরম রাজনৈতিক ডামাডোলে বিপর্যয় নেমে এসেছে সাধারণ মানুষের জীবনে। দেখা দিয়েছে প্রবল খাদ্য সংকট। এই অবস্থায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক বিপর্যয় এড়াতে গত বছরের অক্টোবর মাসে ১২০ কোটি ইউরো আর্থিক সাহায্য ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন।

সর্বশেষ খবর