শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জাসিন্ডার জনপ্রিয়তা এখন সর্বনিম্ন

জাসিন্ডার জনপ্রিয়তা এখন সর্বনিম্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের জনপ্রিয়তা সম্প্রতি কমে গেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ৩৫ শতাংশ মানুষ এখন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে এটি জাসিন্ডার সর্বনিম্ন জনপ্রিয়তার হার। মূলত দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং কভিড-১৯ প্রাদুর্ভাবই তাঁর জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডে ৩৪ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। সামনের দিনগুলোয় এই সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের টেলিভিশন নেটওয়ার্ক টিভিএনজেডের সংবাদ বিভাগ ওয়ান নিউজ এবং গবেষণা সংস্থা কান্টারের যৌথ জনমত জরিপের ফল প্রকাশ করা হয়। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ভোটারের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়েছিল। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ বলেছেন, তাঁরা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে হতাশ। মাত্র ২২ শতাংশ আশা প্রকাশ করেছেন, আগামী ১২ মাসে পরিস্থিতির উন্নতি হবে। এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে নিউজিল্যান্ডে বাড়ির দাম ২৮ শতাংশের বেশি বেড়েছে। এতেও জাসিন্ডার জনপ্রিয়তার ওপর প্রভাব পড়েছে।

যাঁরা বাড়ির মালিক হওয়ার স্বপ্ন থেকে জাসিন্ডাকে সমর্থন দিয়েছিলেন, তাদের অনেকেই হতাশ হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর