শিরোনাম
শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তৃণমূলের টিকিটে লড়ছেন না গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী

তৃণমূলের টিকিটে লড়ছেন না গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী

লুইজিনহো ফালেইরো

গোয়ায় একটু হলেও ধাক্কা খেল তৃণমূল। গতকাল রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো ঘোষণা দেন তৃণমূলের টিকিটে তিনি গোয়া বিধানসভা নির্বাচনে লড়ছেন না। মাস কয়েক আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ফালেইরো। তা হঠাৎ কেন এ সিদ্ধান্ত ফালেইরো অবশ্য দাবি করেছেন, দলের পতাকা তিনি নবীন নেত্রীদের হাতে তুলে দিতে চান। কারণ তৃণমূল দলের মূলমন্ত্রই হলো নারীদের ক্ষমতায়ন। তাই এ সিদ্ধান্ত। গতকাল পানাজিতে সংবাদ সম্মেলন করে ফালেইরো বললেন, ‘ফাতোরডায় তৃণমূলের প্রার্থীপদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। ব্যাটন তুলে দিচ্ছি নবীন নেত্রীর হাতে।’ সেই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সিওলা ভাস। গত সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন ফালেইরো। তাঁর সঙ্গে কয়েক জন নেতাও কংগ্রেস ছেড়ে আসেন তৃণমূলে। এর পর বাংলা থেকে তাঁকে রাজ্যসভার প্রার্থী মনোনীত করে তৃণমূল। গোয়ায় সংগঠন বাড়ানোর দায়িত্ব অনেকটাই তাঁর কাঁধে। তিনি বলেছেন, প্রার্থী না হলেও প্রচারের দায়িত্ব তিনিই নেবেন।

সর্বশেষ খবর