শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নাক দিয়ে নেওয়া যাবে করোনার টিকা

নাক দিয়ে নেওয়া যাবে করোনার টিকা

সুচ ফুটিয়ে নয়, এবার নাক দিয়ে টেনে নিতে হবে করোনার বুস্টার টিকা। এমন টিকার ট্রায়ালের অনুমতি দিল দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। অনেক দিন ধরেই এমন টিকা নিয়ে কাজের কথা চলছে। ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক সেই কাজে অনেক দূর এগিয়েও গিয়েছে। গতকাল তাতে ছাড়পত্র দিল ভারতের প্রশাসন। অনেকেই সুচ ফুটিয়ে টিকা নিতে ভয় পান। নানা ধরনের সংস্কারও রয়েছে অনেকের মধ্যে। তাঁদের অনেককেই নাক দিয়ে টানা এই টিকা ভয় কাটাতে সাহায্য করবে। কয়েক মাসের মধ্যে এই টিকা বাজারে আসবে বলে আশা করছেন বায়োটেক কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর