রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

উত্তেজনার মধ্যে রাশিয়া-ইউক্রেনে যাচ্ছেন জার্মানি-ফ্রান্সের নেতারা

উত্তেজনার মধ্যে রাশিয়া-ইউক্রেনে যাচ্ছেন জার্মানি-ফ্রান্সের নেতারা

তুমুল উত্তেজনা বিরাজ করছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে দেশগুলোতে সফর করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা মস্কো এবং কিয়েভে যাবেন বলে জানা গেছে।

সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর পরেই পশ্চিমা দেশগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে মস্কোর হামলা চালানো ঠেকাতে তাই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফ্রান্স এবং জার্মানি। সমস্যা সমাধানে একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে তারা। জানা গেছে, আগামী সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে এবং মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরের পরিকল্পনা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। অপর দিকে ১৪ ফেব্রুয়ারি কিয়েভে এবং ১৫ ফেব্রুয়ারি মস্কোতে সফর করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন যে, ইউক্রেনে যুদ্ধ করার জন্য তার দেশকে লেলিয়ে দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায় না। বরাবরই এমন দাবি করে আসছেন পুতিন। কিন্তু বার বার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই যুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রাশিয়ার অভিযোগ, ইউরোপে ন্যাটো বাহিনীকে ঘিরে রাশিয়ার যে উদ্বেগ তা পাত্তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে চীনও রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে যে, সীমান্তে সেনা মোতায়েন করে ইউক্রেনকে উসকে দিচ্ছে রাশিয়া। এতে ইউক্রেন কোনো পদক্ষেপ নিলে তার অজুহাতে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে মস্কো।

 

সর্বশেষ খবর