মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ত্রিপুরায় বিজেপি বিধায়ক সুদীপের পদত্যাগ, বিপ্লব শিবিরে ধাক্কা

ত্রিপুরায় বিজেপি বিধায়ক সুদীপের পদত্যাগ, বিপ্লব শিবিরে ধাক্কা

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে পদ্মশিবির ছাড়লেন সুদীপ রায় বর্মণ। শুধু তাই নয়, ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকেও। তার সঙ্গে আরও পদত্যাগ করছেন আশিস সাহা। সুদীপ বরাবরই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিরোধী বলে পরিচিত এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর যোগাযোগও সুবিদিত। গণতন্ত্রে অক্সিজেনের অভাব হচ্ছে বলে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুদীপ রায় বর্মণ। আর তারপরই এ সিদ্ধান্ত নিলেন তিনি। দিন কয়েক আগে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে আর লড়বেন না তিনি। এ পদত্যাগ বিপ্লব দেব শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ত্রিপুরা বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং বিধায়ক আশিষ সাহা। এ দিন ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের বিজেপি সরকাররে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছিল, তার ধারেকাছেও যায়নি সরকার। রাজ্যে গণতন্ত্রের খোলামেলা পরিবেশ থাকা প্রয়োজন, যেখানে মানুষ খোলাখুলি আলোচনা করতে পারবে।’ গতকাল পদত্যাগপত্র পাঠিয়ে দুই নেতাই দিল্লি রওনা দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন এই দুই নেতা। ডয়চে ভেলে পরবর্তী রাজনৈতিক অবস্থান জানা যাবে।

 

 

সর্বশেষ খবর