বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাহরাইনে লাল গালিচা অভ্যর্থনা পেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বাহরাইন সফরে গেলেন নাফতালি বেনেট। বাহরাইনের মাটিতে পা দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনার পাশাপাশি গার্ড অব অনারও দেওয়া হয়েছে। এছাড়া বাজানো হয়েছে ইসরাইলের জাতীয় সঙ্গীতও। মঙ্গলবার সেখানে বাহরাইনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বেনেট।  বাহরাইন উড়ে যাওয়ার পূর্বে সাংবাদিকদের বেনেট বলেন, এই অশান্ত সময়ে আমাদের এই অঞ্চলের উচিত সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের বার্তা ছড়িয়ে দেওয়া।

 আমাদেরকে একসঙ্গে হুমকিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাশিয়া ও আমেরিকার মধ্যে ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে বেনেট বাহরাইন সফর করছেন।

মূলত মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবিলায় ক্রমশ কাছে আসার চেষ্টা করছে ইসরায়েল ও বাহরাইন। দুই দেশের মধ্যে একটি আঞ্চলিক জোট গঠনের চেষ্টাও চলছে।

সর্বশেষ খবর