সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাঞ্জাবে ভোট শুরু

উত্তর প্রদেশে পরীক্ষা দিলেন অখিলেশ

ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ ও কংগ্রেস শাসিত পাঞ্জাবে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তর প্রদেশে তৃতীয় দফায় ১৬ জেলায় ভোট হচ্ছে। পাঞ্জাবে গতকাল ভোট হয়েছে প্রথম দফায়। উত্তর প্রদেশের ভোট হচ্ছে সাত দফায়। ইতোমধ্যে দুই দফার ভোট হয়েছে। গতকাল ১৬টি জেলার ৫৯টি বিধানসভার আসনে ভোট হয়েছে। উত্তর প্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের ভাগ্য নির্ধারণ হয়েছে গতকাল। কারহাল আসন থেকে লড়ছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেলের সঙ্গে লড়াই হয়েছে তার। উত্তর প্রদেশ ও পাঞ্জাব ছাড়াও উত্তরাখন্ড, গোয়া ও মণিপুর রাজ্যের বিধানসভা ভোট গণনা হবে ১০ মার্চ।

পাঞ্জাব ভোটের পর ফের বিজেপির সঙ্গে অকালি দল :  পাঞ্জাবে ভোটের দিন গতকালই নতুন সমীকরণের ইংগিত দিলেন অকালি দলের শীর্ষ নেতা বিক্রম সিং মাজিথিয়া। তিনি বললেন, প্রয়োজনে ফের বিজেপির হাত ধরতে পারে শিরোমণি অকালি দল। এমনিতে বিজেপি এবং অকালি দল দীর্ঘদিনের জোটসঙ্গী। ২০২০ সালে কৃষি আইনের প্রতিবাদে বিজেপির সঙ্গ ছাড়ে অকালিরা। সেই কৃষি আইন কেন্দ্র প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং নতুন করে বিজেপির হাত ধরতে আর বাধা নেই অকালিদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর