মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল

যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল

নেপালের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কারে যুক্তরাষ্ট্র অর্ধশত কোটি টাকার সহায়তার প্রস্তাব করেছে। কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ করেছে বিরোধী দলের কর্মীরা। তাদের অভিযোগ, মার্কিন এই সহায়তা প্রধানমন্ত্রী নেপালি কংগ্রেস পার্টির শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে বিভক্ত করেছে। তারা আরও অভিযোগ করেছেন, অর্থ সহায়তার বদলে যুক্তরাষ্ট্র যে শর্ত জুড়ে দিয়েছে; তা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই প্রস্তাব বাতিলের আহ্বান জানান বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধদের দমাতে এদিন জলকামান নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। বিক্ষুব্ধদের ওপর লাঠিচার্জের পাশাপাশি টিয়ারগ্যাসও নিক্ষেপ করে পুলিশ। এতে দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন।

 

সর্বশেষ খবর