মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ফের নাখোশ ইসরায়েল

ইরানের পারমাণবিক চুক্তি ফের সক্রিয় করতে নতুন যে চুক্তি চূড়ান্ত হচ্ছে তা নিয়ে ফের নেতিবাচক প্রতিক্রিয়া মন্তব্য শুরু করেছে ইসরায়েল। দেশটির দাবি, ২০১৫ সালের মূল চুক্তির চেয়ে দুর্বল। এতে মধ্যপ্রাচ্য আরও সহিংস হয়ে উঠতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে সই হওয়া জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত রাখে। এর বিনিময়ে তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়ে তেহরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই চুক্তি ফের সক্রিয় করতে ভিয়েনায় আলোচনা চলছে। জেরুজালেমে ইহুদি আমেরিকান নেতাদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, মনে হচ্ছে উদীয়মান চুক্তিটি আরও সহিংস, আরও অস্থির মধ্যপ্রাচ্য তৈরি করবে। ভিয়েনায় যে আলোচনা চলছে তার মূল লক্ষ্য হলো ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়মিত পরিদর্শনের সুযোগ পাবে আন্তর্জাতিক দল। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হতে দেবে না। ইসরায়েল সব সময় নিজেদের রক্ষায় পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা বজায় রাখবে।’

 

সর্বশেষ খবর