শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন বিএ.২

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন বিএ.২

একটু বিরতির পর আমেরিকায় ফের ওমিক্রনের উপধরনের তীব্রতা বাড়ছে। গত মাসের তুলনায় সেখানে চলতি মাসে ওমিক্রন বিএ.২ এর সংক্রমণ বেড়েছে। কভিডের আসল ভ্যারিয়েন্টের চেয়েই সাব ভ্যারিয়েন্ট ৩০ শতাংশ দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এই দাবি করেছে এক গবেষণা, যা প্রকাশিত হয়েছে ন্যাশনাল পাবলিক রেডিওতে। কভিড ঘিরে বিধিনিষেধ থেকে ক্রমেই বিভিন্ন দেশে ছাড় দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞদের দাবি, এভাবে বিধিতে শিথিলতা বিপদও ডেকে আনতে পারে ভবিষ্যতে। কারণ হু হু করে ছড়িয়ে পড়ছে ওমিক্রন বিএ.২। কভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের এই সাব ভ্যারিয়েন্টের তড়িত গতিতে ছড়িয়ে পড়া নিয়ে ইতোমধ্যেই সাবধান করেছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, কভিডের জেরে সবচেয়ে বিধ্বস্ত দেশ এই মুহূর্তে ভারত ও আমেরিকা। আর এই দুই দেশেই কোভিড বিধি খানিকটা শিথিল হয়েছে।

 

সর্বশেষ খবর