রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ডেটিং অ্যাপে ইউক্রেনীয় নারীদের আকর্ষণের চেষ্টা রুশ সেনাদের

ডেটিং অ্যাপে ইউক্রেনীয় নারীদের আকর্ষণের চেষ্টা রুশ সেনাদের

ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য কিয়েভকে দখল নেওয়া। অন্যদিকে, ইউক্রেনের বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এরকম পরিস্থিতির মধ্যে রুশ সেনারা ইউক্রেনের নারীদের আকর্ষণ করার চেষ্টা করছেন ডেটিং অ্যাপে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

বলা হয়েছে, ইউক্রেনের নারীদের অস্ত্র হাতে সামরিক পোশাকে ছবি পাঠিয়েছেন রুশ সেনারা। কেউ কেউ আপত্তিকর ছবিও পাঠিয়েছেন। ইউক্রেনের এক নারী দাবি করেছেন, বিভিন্ন নামে রুশ সেনারা ডেটিং অ্যাপে বার্তা পাঠিয়েছেন। দেশটির রাজধানী কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূর থেকেই এ বার্তা আসে। অবশ্য ইউক্রেনের সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, রুশ সেনারা যখন এসব ছবি পাঠাচ্ছিলেন তখন তারা ইউক্রেনের খারকিভের উত্তরাঞ্চলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। ৩৩ বছর বয়সী আরেক ইউক্রেনীয় নারী জানান, আমি কিয়েভে থাকি।

আমার এক বন্ধু যখন আমাকে জানিয়েছে টিন্ডার জুড়ে রুশ সেনাদের বিচরণ দেখা যাচ্ছে তখন আমি খারকিভে চলে আসি। সেখানে পেশিবহুল এক ব্যক্তিকে বিছানায় পিস্তল হাতে নিয়ে ছবি দিতে দেখা গেছে। আরেকজনকে রুশ সামরিক পোশাকে দেখা গেছে। যদিও একাধিক ইউক্রেনীয় নারীর এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি রুশ সেনাবাহিনীর। উল্লেখ্য, পুরো বিশ্বে এখন আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রুশ সেনাদের অভিযানে কাঁপছে ইউক্রেন।

সর্বশেষ খবর