রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পুতিনের পাশে থাকবেন আসাদ

পুতিনের পাশে থাকবেন আসাদ

চলমান সংকটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার এ ঘোষণা দেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করেছেন। ফোনালাপে তিনি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থনের কথা জানিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘ইতিহাসের সংশোধন’ হিসেবে আখ্যায়িত করেন আসাদ। প্রসঙ্গত, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার দুই বছরের মাথায় আসাদের সমর্থনে দেশটিতে সেনা ও বিমান পাঠিয়ে পাল্টা ব্যবস্থা নেয় রাশিয়া। বলা চলে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তীব্র গৃহযুদ্ধের মধ্যেও আসাদকে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছেন। এতে করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিও অনেকটাই বদলে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর