মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

রিজার্ভ বিকল্প জায়গায় রেখেছে রাশিয়া, যেখানে ইইউ কিছুই করতে পারবে না

ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞার দাবি উঠেছিল। সেইমতো পুতিনের দেশকে বিশ্বে একঘরে করতে    আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ‘সুইফট পেমেন্ট নেটওয়ার্ক’ থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এদিন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডাসহ ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিষয়টিকে তারা ‘ফিন্যান্সিয়াল নিউক্লিয়ার উইপন’ হিসেবে উল্লেখ করেছে। এর ফলে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের তহবিল ব্যবহার করা যাবে না। বিদেশে থাকা সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ থাকবে না। সুইফটের সংযোগ থেকে রাশিয়ার একটি বড় অংশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়া হয়েছে। তার জেরে বিশ্বজুড়ে লেনদেনে সমস্যা হবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এমন কিছু দেশে স্থানান্তরিত করেছে, যেখানে ইইউ-এর কোনো এখতিয়ার নেই। জানা গেছে, রুশ রিজার্ভ বর্তমানে জি-সেভেন দেশগুলোর ব্যাংকে জমা রয়েছে। বাকি রিজার্ভ এমন সব জায়গায় রয়েছে যেখানে ইইউ নিষেধাজ্ঞা কাজ করবে না। বোরেল আরও জানান, গত কয়েক বছর রাশিয়া তাদের রিজার্ভ মস্কো ও চীনের মতো ‘নিরাপদ’ জায়গাগুলোতে স্থানান্তরিত করেছে।

এ ছাড়া, রাষ্ট্রের সাধারণ জনগণ যেন তাদের দৈনন্দিন লেনদেন অব্যাহত রাখতে পারে সে জন্য রাশিয়ার আর্থিক ব্যবস্থাকে পুরোপুরি বিচ্ছিন্নও করতে পারবে না ইইউ। স্পুটনিক নিউজ

সর্বশেষ খবর