মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

জলবায়ুর প্রভাবে ক্ষতির মুখে ৩৬০ কোটি মানুষ

জলবায়ুর প্রভাবে ক্ষতির মুখে ৩৬০ কোটি মানুষ

ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। সেদিকে নজর সবার। এর মধ্যেই আরও একটি আশঙ্কার বিষয় গতকাল জানিয়ে দিল জাতিসংঘ। যে সমস্যার কথা বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছে। কিন্তু সমাধানের অস্ত্র ব্যবহার করাই হচ্ছে না। সমস্যাটা হলো উষ্ণায়ন, যার যেরে বদলে যাচ্ছে জলবায়ু। জলবায়ু পরিবর্তন নিয়ে গতকাল এক ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। সেই প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জেরে প্রবল ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের ৩৬০ কোটি মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী মানুষই, আর এর জন্য বিপর্যস্ত হচ্ছে প্রকৃতি। ফলত, ক্ষতিগ্রস্ত হবে কোটি কোটি মানুষ। পরিবর্তিত জলবায়ুতে খাপ খাওয়ানোর  ক্ষমতা সবথেকে কম মানুষ এবং বাস্তুতন্ত্রের। তারাই ক্ষতিগ্রস্ত হবে সবথেকে বেশি। রিপোর্টে লেখা হয়েছে, ‘নিষ্ক্রিয়তার ফলে কী ভয়াবহ পরিস্থিতি হতে পারে তাই দেখাচ্ছে এই রিপোর্ট। আমাদের ভালো থাকা এবং সুস্থ পৃথিবীর জন্য মারাত্মক বিপদ এই জলবায়ু পরিবর্তন। এখন আমরা কী পদক্ষেপ নিই তার ওপরেই নির্ভর করবে পরিবেশ এবং মানুষ কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়।’  

সর্বশেষ খবর