মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

যুদ্ধে বিশ্বের বৃহত্তম বিমান ধ্বংস

যুদ্ধে বিশ্বের বৃহত্তম বিমান ধ্বংস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ধ্বংস হলো বিশ্বের বৃহত্তম বিমান আন্তোনভ অ্যান-২২৫ ‘মৃয়া’, জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মিত্র কুলেবা। সোভিয়েত ইউনিয়নের শেষের দিকে নির্মিত হয় বিমানটি। সংঘাতের তৃতীয় দিনে রাশিয়ার আঘাতে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। এটিই বিশ্বের সবচেয়ে বড় বিমান। ইউক্রেনিয়ান ভাষায় ‘মৃয়া’র অর্থ স্বপ্ন। ইউক্রেনের অ্যারোনটিক্স সংস্থা অ্যান্টোনভ এ বিমানটির প্রস্তুতকারক। তবে এ বিমানটি যাত্রী পরিবহনের জন্য বানানো হয়নি। কার্গো অর্থাৎ বিভিন্ন পণ্য পরিবহনের জন্যই বিমানটি তৈরি করা হয়েছিল। কিয়েভের কাছে হস্টোমেল বিমান বন্দরে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে নষ্ট হয় বিমানটি। অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের সময়কালে ১৯৮০ সালে ইউক্রেনের অ্যান্টোনভ সংস্থা এ বিমানটির নকশা প্রস্তুত করে। ১৯৮৫ সালে বিমানটি সম্পূর্ণভাবে তৈরি করা হলেও ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর এ বিমান প্রথম আকাশপথে ওড়ে। বিশ্বের সব চেয়ে বড় বিমান হওয়ার পাশাপাশি আরও অনেক কৃতিত্বের অধিকারী এই বিমান। এটি বিশ্বের সবচেয়ে ভারী বিমানও বটে। এ ছাড়া এ বিমানের ডানা দুটি বিশ্বের সব থেকে বড় ডানা। ৬৪০ টনেরও বেশি ওজন নিয়ে উড়তে পারে এটি। শুধু এ বিমান দেখতেই প্রতি বছর অনেক পর্যটকদের ভিড় জমে ইউক্রেনে।

সর্বশেষ খবর