মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

অবিলম্বে ইইউ সদস্যপদ চান জেলেনস্কি

অবিলম্বে ইইউ সদস্যপদ চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনকে যেন অবিলম্বে সদস্যপদ দেওয়া হয়।  তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সব ইউরোপিয়ানদের সঙ্গে এক হওয়া।  সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একই সঙ্গে পথ চলা। আমি জানি এটি ন্যায্য ও এটি সম্ভব। তিনি বলেন, মস্কোর আগ্রাসনে প্রথম চার দিনে ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪৫ জন। এ হতাহতদের তিনি ‘ইউক্রেনের বীর’ বলে সম্বোধন করেছেন। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনবাসী দেখিয়ে দিয়েছে আমরা কে। আর রাশিয়াও দেখিয়েছে, তারা কীসে পরিণত হয়েছে।’ রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন। আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছাড়ানোকারীদের বিশ্বাস করবেন না। নিজের জীবন বাঁচান।’ তিনি বলেন, রাশিয়ানদের বিতাড়িত করতে যা করার দরকার তার সবই করবেন তিনি।

সর্বশেষ খবর