বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

আলোচনার আগে বোমা ফেলা থামাও

আলোচনার আগে বোমা ফেলা থামাও

জেলেনস্কি

প্রথম দফার আলোচনা ভেস্তে গিয়েছে। সেই আলোচনার সময় হামলা বন্ধ রাখেনি রাশিয়া। পাঁচ ঘণ্টার সেই আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। গতকাল হওয়ার কথা দ্বিতীয় দফায় আলোচনা। তার আগে ইউক্রেনে পড়ছে লাগাতার ক্ষেপণাস্ত্র। রুশ সেনারা রাজধানী কিয়েভের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রায় কোণঠাসা ইউক্রেন। তবু দেশ ছেড়ে পালাতে নারাজ প্রেসিডেন্ট জেলেনস্কি। আত্মসমর্পণ করতেও নারাজ। এই কঠিন সময়ে দাঁড়িয়ে বেশ শক্ত গলাতেই তিনি বললেন, ‘আলোচনার আগে বোমা ফেলা থামাও’। গালে দুই দিনের দাড়ি। টি-শার্ট পরা। তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিলেন সংবাদমাধ্যমকে। ন্যাটো সদস্যদের অনুরোধ করে বললেন, যুদ্ধে জড়াতে হবে না। কিন্তু রুশ বিমান হানা আটকাতে ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হোক। তাহলে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোকে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে হবে না। আবার ইউক্রেনও বাঁচবে। সিএনএন এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি দৃঢ়ভাবে জানালেন, ইউক্রেন ছেড়ে তিনি যাবেন না। এই মুহূর্তে সদস্যপদ যদিও না-ও মেলে, অন্তত নিরাপত্তার নিশ্চয়তা দিক ন্যাটো। এটুকুই আবেদন। পাশাপাশি রাশিয়ার সঙ্গে আলোচনার পথও বন্ধ করেননি জেলেনস্কি।

তবে কড়া সুরে শর্ত দিয়েছেন, ‘সাধারণ মানুষের ওপর বোমা ফেলা আগে বন্ধ করা দরকার। আগে বোমা ফেলা বন্ধ করো, তারপর আলোচনার টেবিলে এসো।’

সর্বশেষ খবর