বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনে মানবিক সংকট দীর্ঘ হচ্ছে

জরুরি সহায়তা প্রয়োজন

রাশিয়ার হামলার পর ইতোমধ্যেই ইউক্রেনের প্রায় অর্ধ কোটি মানুষ প্রতিবেশী দেশগুলোত আশ্রয় নিয়েছেন। তবে জাতিসংঘের হিসাব, ইউক্রেনের ১ কোটি ২০ লাখ মানুষের সাহায্য দরকার হবে। তাদের খাবার, পানীয় জল চাই, সেই সঙ্গে বাড়ি, ন্যূনতম পরিকাঠামোও দরকার হবে। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী ও আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথ জেনেভায় বলেছেন, সংকট ভয়ংকর চেহারা নিচ্ছে। ইউক্রেনের মানুষ এমন অন্ধকার সময় এর আগে কখনো দেখেননি। এখন জরুরি ভিত্তিতে তাদের জন্য খাদ্য ও ওষুধ দরকার। সেই কাজের জন্য জাতিসংঘের ১৭০ কোটি ডলারের তহবিল দরকার। এর জন্য জাতিসংঘের পক্ষ থেকে সদস্য দেশগুলোর কাছে অর্থ চাওয়া হয়েছে।

মানবিক সংকট : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, রাশিয়ার আক্রমণ বহাল থাকলে এবং আরও শহর আক্রান্ত হলে, আরও মানুষ ঘর ছাড়বেন। তারা এখনো পর্যন্ত ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আসা ৬ লাখ ৭৭ হাজার মানুষের নাম নথিভুক্ত করেছেন। সবচেয়ে বেশি মানুষ গেছেন পোল্যান্ডে। প্রতি মুহূর্তে সেই সীমান্তে লাখো মানুষ জড়ো হচ্ছে। সীমান্ত পার হতে কয়েক দিন লেগে যাচ্ছে। এর মধ্যে ৯০ হাজার মানুষ হাঙ্গেরি গেছেন। কয়েক লাখ মানুষ মলডোভা, স্লোভাকিয়া, রোমানিয়াতে আশ্রয় নিয়েছেন। প্রতিদিন প্রচুর মানুষ এই দেশগুলোতে আসছেন।

 ইউএনএইচসিআর জানিয়েছে, বর্তমান শতকে এটাই হলো ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী-সংকট।

সর্বশেষ খবর