বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনের সঙ্গে আফগানিস্তানের তুলনা করলেন হিলারি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সঙ্গে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের হামলার মিল পাচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা করেছিল। সে যুদ্ধে সোভিয়েত জিততে পারেনি। ইউক্রেনকে রাশিয়া হারাতে পারবে বলে মনে করেছেন তিনি। এ মন্তব্য করেছেন দুই দিন আগে মার্কিন এক সংবাদমাধ্যমে। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়তে ওয়াশিংটন যেভাবে আফগানিস্তানের মুজাহিদিনদের সমর্থন ও সহযোগিতা করেছিল, সেভাবেই কিয়েভে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র দিলে ইউক্রেনে একই ফল পাওয়া যাবে। তিনি বলেন, ১৯৭৯ সালে সোভিয়েত যখন আফগানিস্তানে আগ্রাসন চালায় তখনো কোনো দেশই আফগানিস্তানে রুশদের বিরুদ্ধে লড়তে যায়নি। তবে অনেক দেশ আফগান মুজাহিদিনদের অস্ত্র ও পরামর্শ দিয়েছিল।

 এমনকি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কিছু উপদেষ্টা দেওয়া ছিল।

হিলারি ক্লিনটন স্মরণ করিয়ে বলেন, ‘সামরিক দিক বিবেচনায় পরাশক্তি হওয়ার পরও আফগানিস্তানে ভালোভাবে যুদ্ধ শেষ করতে পারেনি সোভিয়েত ইউনিয়ন।’

সর্বশেষ খবর