বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনের পতাকার রঙে আলোকিত

ইউক্রেনের পতাকার রঙে আলোকিত

ব্রাসেলস, বেলজিয়াম : ব্রাসেলসে ইউরোপীয় কমিশন ভবনে নতুন সাজে। রাতের আলো-আঁধারিতে ইউক্রেনের পতাকার রং শোকের আবহও তৈরি করেছে সেখানে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এক সপ্তাহে পা দিল। বিশ্বের প্রায় সব দেশ ইউক্রেনের প্রতি সমবেদনা জানাচ্ছে। সেটা মনের সঙ্গে সঙ্গে আলো ও রঙের মাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

বিশ্বের অনেক দেশের অনেক শহরে বিখ্যাত সব স্থাপনায় জ্বলছে ইউক্রেনের পতাকার রঙের আলো। এভাবে ইউক্রেনের প্রতি সমর্থন জানাচ্ছে-

 

প্যারিস, ফ্রান্স : আইফেল টাওয়ারও মাথা উঁচু করে জানাচ্ছে ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থন। রাতের আলোয় তা স্পষ্ট দেখা দিচ্ছে।


রোম, ইতালি : বিশ্বখ্যাত কলোসিয়ামেও লেগেছে ইউক্রেনের পতাকার রং। এভাবে রাশিয়ার হামলার বিপরীতে নিজেদের অবস্থান ঘোষণা করছে ইতালি।


গুয়াকুইল, ইকুয়েডর : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের শহর গুয়াকুইলি। সেই শহরের মিউনিসিপালিটি ভবনও সেজেছে ইউক্রেনের পতাকার সাজে।


বার্লিন, জার্মানি : ব্রান্ডেনবুর্গ গেট শুধু ইউক্রেনের পতাকার রঙের আলোই ছড়াচ্ছে না, যুদ্ধ বন্ধের আহ্বানও জানাচ্ছে।


লিভারপুল, ব্রিটেন : লিভারপুলের সেন্ট জর্জেস হলও এখন ইউক্রেনের পতাকার হলুদ, নীল রঙের আলোয় আলোকিত।

সর্বশেষ খবর