শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

বড় মানবিক সংকটে পড়তে যাচ্ছে ইউক্রেন : রেড ক্রস

বড় মানবিক সংকটে পড়তে যাচ্ছে ইউক্রেন : রেড ক্রস

রাশিয়ার সেনা অভিযানের কারণে ভয়াবহ মানবিক সংকটে পড়তে যাচ্ছে ইউক্রেন। শুক্রবার এমন সতর্কবার্তাই দিয়েছে আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস-আইসিআরসি। আইসিআরসি জানিয়েছে, আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। সংস্থাটি   জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘জেনেভা কনভেনশনের আওতায় যুদ্ধকালীন অবস্থায় মানবিক সাহায্য ও সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর দেরি না করেই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।’ এ ছাড়াও জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু না বানানোর আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে স্বাস্থ্য সেবাদানকারী ও আহতদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জেনেভা কনভেনশন উপেক্ষা করা যুদ্ধাপরাধের শামিল বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক রেড ক্রস।

সর্বশেষ খবর