শিরোনাম
সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

প্রকাশ্যে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ্যে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে জনসমক্ষে এলেন সিরাজউদ্দিন হাক্কানি। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এই হাক্কানি নেতার মাথার দাম ১০ মিলিয়ন ঘোষণা করেছিল আমেরিকা। পর্দার আড়াল থেকে তিনি সামনে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এর আগে সংবাদমাধ্যমের সামনে কখনই ধরা দেননি তিনি। আর তার এই অন্তরাল রহস্যের জন্যই তাকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছিল আন্তর্জাতিক মহলে?। কোথায় রয়েছেন, কী করছেন সিরাজউদ্দিন হাক্কানি? এমন প্রশ্নই গত এক বছর ধরে ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে শনিবার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেটি ছিল আফগানিস্তানের পুলিশ আয়োজিত একটি অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখেন হাক্কানি। তিনি বলেন, তালেবান জমানায় সব আফগান নাগরিক সুরক্ষিত। ?তালেবান ক্ষমতায় আসার পর যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাঁরাও স্বদেশে ফিরে আসতে পারেন। কাউকেই হুমকির মুখে পড়তে হবে না। তাঁর এই বক্তব্য রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে আন্তর্জাতিক স্তরে। পাশাপাশি আফগানিস্তানের মানুষের উন্নতিতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত দোহা শান্তি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এই কট্টরপন্থি নেতা। উল্লেখ্য, মার্কিন গুপ্তচর সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন সিরাজউদ্দিন হাক্কানি।

 

সর্বশেষ খবর