শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনে জৈব অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া!

দেখতে দেখতে দুই সপ্তাহ পেরিয়ে গেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে বড় কোনো হামলা এখনো হয়নি। তবে এর মধ্যেই আমেরিকার আশঙ্কা, যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার না হলেও জৈব অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া!

যদিও আগেই এর ঠিক উলটো অভিযোগ করেছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের সঙ্গে হাত মিলিয়ে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রয়োগের কথা পরিকল্পনা করছে আমেরিকা। এবার সেই দাবিকে উড়িয়ে ওয়াশিংটনের দাবি, রাশিয়ার ইঙ্গিত থেকে মনে হচ্ছে এবার হয়তো রাশিয়াই যুদ্ধে জৈব অস্ত্র প্রয়োগ করতে চলেছে। মার্কিন মুখপাত্র নেড প্রাইস একটি বিবৃতিতে বলেছেন, ‘ক্রেমলিন ইচ্ছাকৃতভাবে মিথ্যে রটাচ্ছে যে আমেরিকা ও ইউক্রেন মিলে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রয়োগ করতে চাইছে। এভাবেই ইউক্রেনে নিজেদের ভয়ংকর হামলার সপক্ষে যুক্তি সাজাচ্ছে রাশিয়া।’ এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির দাবি, ‘চীনকেও এভাবেই কন্সপিরেসি থিয়োরি আওড়াতে দেখা গিয়েছে। একইভাবে রাশিয়াও এমন সব দাবি করছে। আমাদের লক্ষ্য রাখতে হবে রাশিয়া রাসায়নিক কিংবা জৈব অস্ত্র ইউক্রেনে প্রয়োগ করে কিনা।”

সর্বশেষ খবর