শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ

প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এবার বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠল প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে। বৃহস্পতিবার ব্রিটিশ যুবরাজ লন্ডনের ইউক্রেনীয় সাংস্কৃতিক কেন্দ্রে বলেন, ‘ব্রিটিশরা সাধারণত আফ্রিকা ও এশিয়াতেই সংঘর্ষের ঘটনা দেখেন। ইউরোপে যুদ্ধ ও রক্তপাত স্বাভাবিক ঘটনা নয়। আমরা আপনাদের (ইউক্রেন) পাশে আছি।’ উইলিয়ামের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠতে শুরু করেছে। জ্যামাইকার এক নাগরিকের টুইট, ‘প্রিন্স উইলিয়াম, আপনার পূর্বসূরিরা বিভিন্ন দেশে লুট করেছেন, উপনিবেশ বানিয়েছেন, গণহত্যা চালিয়েছেন। আপনার দেশ গড়েই উঠেছে যুদ্ধের ওপর ভর করে। যুদ্ধ আক্ষরিক অর্থেই আপনাদের ইতিহাস।

সর্বশেষ খবর