শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

‘দুর্ঘটনাক্রমে’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

ভুলের জন্য দুঃখ প্রকাশ তদন্তের নির্দেশ

ভারতের একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারত দাবি করেছে কারিগরি ত্রুটির কারণে ‘দুর্ঘটনাবশত’ ওই ঘটনাটি ঘটেছে। গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়ে নয়াদিল্লি বলছে, গত বুধবার নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। ভুলের জন্য তারা দুঃখ প্রকাশও করেছে। এবং উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনো এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় পড়েছিল। এ ঘটনা দুঃখজনক হলেও স্বস্তির বিষয় এটা যে, এতে কোনো প্রাণহানি হয়নি। এর আগে, ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ইসলামাবাদে ভারতের চার্জ ডি‘অ্যাফেয়ার্সকে তলব করে ‘অকারণে আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট ওপর দিয়ে শব্দের চেয়ে তিনগুণ গতিতে উড়ে প্রায় ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তানের ভূখন্ডে আঘাত করে।

সর্বশেষ খবর