শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী উপ-মুখ্যমন্ত্রীদের হার

ভারতের পাঁচ রাজ্যে হয়ে গেল বিধানসভা নির্বাচন। এ নির্বাচনকে বলা হচ্ছে ‘মেগা নির্বাচন’ বা ‘সেমিফাইনাল’। কারণ, আগামী লোকসভা নির্বাচনের আগে এর চেয়ে বড় নির্বাচন আর নেই। এখনো দুই বছর বাকি ২০২৪-এর লোকসভা নির্বাচনের। এখন থেকেই দামামা বেজে গেল। তবে এবারের নির্বাচনে অনেক কিছুই দেখল ভারত। কারণ অনেক রাজ্যে চরমভাবে হেরেছেন বর্তমান ও সাবেক একাধিক মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী।

উত্তর প্রদেশে যারা হারলেন : উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ বিপুলভাবে জিতে এলেও তার দলের বেশ কিছু নেতা হেরে গেছেন। রাজ্য কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় কুমার লাল্লু হেরেছেন। পাঞ্জাবে বর্তমান ও সাবেক মিলিয়ে তিনজন মুখ্যমন্ত্রী হেরেছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি আসনে লড়েছিলেন, দুটিতেই হেরেছেন।  সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও অমরিন্দার সিং হেরেছেন। এ ছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু হেরেছেন।

সর্বশেষ খবর