শিরোনাম
সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনে ‘মানবিক দুর্যোগ’

ইউক্রেনে ‘মানবিক দুর্যোগ’

রুশ অভিযান শুরুর পর ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখ মানুষ

দফায় দফায় বৈঠকে বসলেও এখনো শান্তি স্থাপিত হয়নি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে সংঘাত দীর্ঘতর হতে থাকার সঙ্গে সঙ্গে মানবিক সংকটও বাড়ছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে শত শত বেসামরিক নাগরিক আটকে পড়েছেন। পানি নেই, খাবার নেই, বিদু্যুৎ নেই। অনেক এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এখনো সেই অভিযান চলছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন ২৫ লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বড় ধরনের শরণার্থী সংকট তীব্র আকার ধারণ করছে। দেশ ছাড়ার পর ইউক্রেনীয়রা বিভিন্ন দেশে গিয়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। 

ইউক্রেনের যেসব অঞ্চলে রাশিয়ার বাহিনী হামলা তীব্রতর করেছে সেখানে বেসামরিক নাগরিকরা বিপাকে পড়েছেন বেশি। ওষুধ, খাবার ও পানি দ্রুত ফুরিয়ে আসছে।

সর্বশেষ খবর