সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

ঈশ্বরের দোহাই হামলা বন্ধ করুন : পোপ ফ্রান্সিস

ঈশ্বরের দোহাই হামলা বন্ধ করুন : পোপ ফ্রান্সিস

ইউক্রেনের নাগরিকরা ‘গণহত্যা’র শিকার হচ্ছেন মন্তব্য করে খ্রিস্টধর্মের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস হত্যাকান্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকানে রবিবার এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এসটি পিটারস স্কয়ারে এক সমাবেশে পোপ ফ্রান্সিস বলেন, ঈশ্বরের দোহাই ভুক্তভোগীদের কান্না শুনুন, বোমা হামলা এবং আক্রমণ বন্ধ করুন। এ সময় তিনি ইউক্রেনের নাগরিকদের ‘হত্যা’ বন্ধ করার আহ্বান জানান। ইউক্রেনের শিশু হাসপাতাল এবং বেসামরিক নাগরিকদের বাসভবনে হামলাকে ‘বর্বর’ কর্মকান্ড মন্তব্য করে ৮৫ বছর বয়সী পোপ ফ্রান্সিস বলেন, হামলার বৈধ এবং কৌশলগত কোনো কারণ নেই। রবিবার (১৩ মার্চ) ইউক্রেনে রুশ সামরিক অভিযান ১৮তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শোনা গেছে। রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে সর্বাত্মক রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর