শিরোনাম
সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনের মসজিদে আটকে পড়াদের বিষয়ে যা বলছে তুরস্ক

ইউক্রেনের মসজিদে আটকে পড়াদের বিষয়ে যা বলছে তুরস্ক

ইউক্রেনের মসজিদে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়ার সহায়তা চেয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু রবিবার এক সংবাদ সম্মেলনে জানান, মারিয়াপোলের মসজিদ  থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কাছে সহায়তা  চেয়েছেন। তুরস্কের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সংঘর্ষ চলছে, ফোন নেটওয়ার্ক কাজ করছে না। শুক্রবার ইউক্রেনে মারিওপোল শহরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। রুশ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পায় শহরে অবস্থিত তুর্কি মসজিদ সুলতান সুলাইমান। রুশ বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র সুলতান সুলাইমান মসজিদের ৭০০ মিটার দূরে পড়ে। তবে রুশ হামলায় তুর্কি মসজিদটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে বাস অপেক্ষা করছে উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাভুসগ্লুু বলেন, সড়কে-সড়কে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। মানুষদের সরিয়ে  নেওয়া কঠিন। মানবিক করিডোর খুব প্রয়োজন।

সর্বশেষ খবর