সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

রুশ সামরিক অভিযান আমাদের সবার জন্য হুমকি : আমেরিকা

রুশ সামরিক অভিযান আমাদের সবার জন্য হুমকি : আমেরিকা

কমলা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সতর্কতা উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে রুশ সামরিক অভিযান গোটা ইউরোপ এমনকি এর বাইরেও গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। যখন কোথাও গণতন্ত্র হুমকির মুখে পড়ে তখন তা আমাদের সবাইকে হুমকির মুখে ঠেলে দেয়। পোল্যান্ড ও রোমানিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে দেশে  ফেরার পর তিনি এ মন্তব্য করেন। ইউক্রেনকে আরও বেশি পেশি শক্তি সরবরাহের চাপে রয়েছে বাইডেন প্রশাসন। তবে কমলা হ্যারিস আবারও স্পষ্টভাবে জানিয়ে দেন, “যুক্তরাষ্ট্র এমন  কোনো পদক্ষেপ নেবে না যেমন : ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা, যা সরাসরি আমেরিকাকে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দেয়।” উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।

সর্বশেষ খবর