সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনের পক্ষে ইসরায়েলে মানববন্ধন

ইউক্রেনের পক্ষে ইসরায়েলে মানববন্ধন

ইউক্রেনের পক্ষে এবং রাশিয়ার বিপক্ষে মানববন্ধন করেছে ইসরায়েলের জনগণ। গত শনিবার তেল আবিবের রুশ দূতাবাসের সামনে জড়ো হয়ে ইউক্রেনে অভিযানের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শত শত বিক্ষোভকারীরা ইউক্রেনের উদ্বাস্তুদের স্বাগত জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে অভিযান বন্ধের আহবান জানায়। এদিকে, ইউক্রেনের বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে অতিরিক্ত আরও ২০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার অনুমোদন দিয়েছেন।

সর্বশেষ খবর