সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

এক দিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর করল সৌদি আরব

সৌদি আরব বলেছে, দেশটিতে ১২ তারিখ শনিবার এক দিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে, যা সংখ্যায় পুরো গত এক বছরের তুলনায় বেশি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে। যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে বিপথগামিতা, এরকম নানা ‘জঘন্য অপরাধের’ অভিযোগ ছিল বলে সংবাদ সংস্থাটি উল্লেখ করেছে। এসব অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল-কায়েদা, হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিল। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সৌদি আরবে প্রায়ই অনেকে ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার অধিকার পান না। এসপিএ বলছে, মোট ১৩ জন বিচারক এই ব্যক্তিদের বিচার করেছেন এবং তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। সৌদি আরবে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করার রীতি প্রচলিত রয়েছে।

সর্বশেষ খবর