সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

বিচ্ছেদের ২৫ বছর পর এক হলো আরজেডি-এলজেডি

টানা ২৫ বছর বিচ্ছেদ চলার পর আবার হাত মিলাল শারদ যাদবের লোকতান্ত্রিক জনতা দল (এলজেডি) এবং লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দিল্লিতে শরদ যাদবের বাসভবনে আনুষ্ঠানিক মিলন ঘটল দুই রাজনৈতিক দলের। আরজেডির পক্ষ থেকে বিহারের বিরোধী দলনেতা তথা লালু-পুত্র তেজস্বী যাদব উপস্থিত ছিলেন। এদিন শরদ বলেন, ‘আরজেডির সঙ্গে আমাদের মিশে যাওয়া বিরোধী ঐক্যের প্রতি প্রথম পদক্ষেপ। বিজেপিকে হারাতে গোটা দেশে সবাইকে এক হতে হবে। এখনো পর্যন্ত একজোট হওয়াই আমাদের অগ্রাধিকার। সেটা হলে তবেই আমরা ভেবে দেখব কে বিরোধী দলের জোটকে নেতৃত্ব দিতে পারেন।’ জনতা দলের ছাতার তলায় সব টুকরো হওয়া দলগুলোকে এককাট্টা করতে চান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সে কারণেই আরজেডির সঙ্গে মিশে গেল তাঁর দল এলজেডি, টুইট করে একথা লিখেছিলেন শরদ যাদব। তবে রাজনৈতিক মহল বলছে, দল এবং নিজেকে প্রাসঙ্গিক করে তুলতেই এই পদক্ষেপ। বিহার কিংবা অন্য কোনো রাজ্যে মাথা তুলতে পারছে না এলজেডি। এমন কি খোদ শরদ যাদবের রমরমাও ওই মাধেপুরার মধ্যে সীমাবদ্ধ। এই লোকসভা কেন্দ্র থেকেই অনেকবার সাংসদ হয়েছিলেন তিনি। শেষবার অবশ্য হেরে গিয়েছিলেন। প্রতিপত্তি কমছিল ক্রমশই, অন্যদিকে বিহারে বিজেপির সমর্থন নিয়ে নীতীশ কুমারের জেডিইউ সরকার চললেও পুরোদস্তুর প্রাসঙ্গিক আরজেডি।

সর্বশেষ খবর